নন্দীগ্রামে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
প্রকাশ : 2025-11-27 17:51:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় নন্দীগ্রাম এলএসডিতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফতাব উদ্দিন, নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আলমগীর, খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার, উপ-খাদ্য পরিদর্শক মনিরুজ্জামান, নন্দীগ্রাম উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব বদরুদ্দোজা তৌফিক ও সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলাল হোসেন প্রমুখ।
এবার নন্দীগ্রাম উপজেলায় সরকারিভাবে কৃষকদের নিকট থেকে ৩৪ টাকা কেজি দরে ২১১ মেট্রিক টন ধান ও রাইচ মিল মালিকদের নিকট থেকে ৫০ টাকা কেজি দরে ৪৫৫ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।