নতুন রূপে মেহজাবীন
প্রকাশ : 2023-01-03 12:55:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কখনো টমবয়, কখনো মাস্তান, কখনো বস্তির মেয়ে কখনো-বা শুধুই একজন সাধারণ প্রেমিকা। সব চরিত্রেই ভেঙে-চুরে গড়েছেন নিজেকে। একইভাবে দর্শকের প্রিয় রত্ন ভিকি এবং মেহজাবীন।
নির্মাতা ভিকি জাহেদের কাজের প্রশংসা সর্বত্র প্রচলিত। এর আগেও ভালোবাসা ও থ্রিলার গল্পে নিজের মুনশিয়ানা দেখিয়েছেন ভিকি। এবার আবারও নতুন কাজ নিয়ে এসেছেন দুজন। ভিকি জাহেদ পরিচালিত ‘কাজলের দিনরাত্রি’ নামে নতুন একটি টেলিফিল্মে কাজ করেছেন মেহজাবীন।
এখানে তার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। ২৪ বছর বয়সী এক তরুণীর শরীরে আটকা পড়েছে ৮ বছরের এক শিশু। কী নতুন মোড় নেবে কাজলের জীবন।
মেয়ের এমন পরিস্থিতিতে কাজলের পরিবারের মানসিক ও পারিপার্শ্বিক অবস্থা নিয়েই নির্মিত টেলিফিল্ম ‘কাজলের দিনরাত্রি’। এর ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শক মেহজাবীন ও ভিকির প্রশংসায় বুঁদ হয়ে আছেন।
ট্রেলারে মেহজাবীনের পারফরম্যান্স, লুক ও তার অভিনয়শৈলীর প্রশংসা করছেন নেটিজেনরা। তাদের কেউ কেউ বলছেন, মেহজাবীনকে যে পাত্রে যেভাবেই রাখা হোক না কেন, তিনি সেই পাত্রেরই রূপ ধারণ করে নেন।