নতুন দলে যোগ দিচ্ছেন বিএনপির তৈমুর
প্রকাশ : 2023-09-19 11:38:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিএনপি থেকে বহিষ্কৃত ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তৈমুর আলম বলেন, ‘জি আমি তৃণমূল বিএনপিতে যোগদান করতে যাচ্ছি। এই তথ্য সঠিক। আমি রাজপথের লোক, রাজনীতি করে গণমানুষের পক্ষে কথা বলার লোক। আমি দীর্ঘদিন অপেক্ষা করেছি এবং বহিষ্কার হওয়া সত্ত্বেও বিএনপির দলীয় কর্মসূচি পালন করে এসেছি। এই দেশের মানুষের জন্য কথা বলার জন্য আমার একটা প্লাটফর্ম দরকার। আমি বিএনপির জন্য দোয়া করি।’
তিনি বলেন, ‘এখন বিএনপির অত্যন্ত সুসময়। এই সুসময়ে আমার মতো লোক তৈমুর আলমকে দরকার নেই। এজন্য আমি একটা খড়কুটা ধরে ভাসার চেষ্টা করতেছি।’
আজ রাজধানীতে তৃণমূল বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আপনাকে শীর্ষ পদ দেওয়া হবে বলে গুঞ্জন রয়েছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাউন্সিল সম্পন্ন হলে সেটা স্পষ্ট হয়ে যাবে।’
দলীয় সূত্রে জানা গেছে, এক সময় রিকশা-ভ্যান চালকদের নেতা হিসেবে পরিচিত ছিলেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। পরে ১৯৯৬ সালে বিএনপিতে যোগ দেন। এরপর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষপদে একাধিকবার ছিলেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদও পেয়েছিলেন তিনি। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তিনি ছিলেন বিএনপির প্রার্থী। শেষ মুহূর্তে দলের সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে দেশব্যাপী তখন আলোচনায় এসেছিলেন।
তবে বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও ২০২২ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হন তৈমুর আলম। তার এই সিদ্ধান্তের কারণে গত বছরের জানুয়ারিতে তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। দলের নেতৃত্বের পদ হারানোর পাশাপাশি সদস্যপদও হারান। এরপর থেকে দল থেকে বিচ্ছিন্ন ছিলেন এই নেতা। তবে দলীয় নানা কর্মসূচি পালন করেছেন। গত ১ সেপ্টেম্বর দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিশাল শোডাউন করে ফের আলোচনায় আসেন। তবে মাত্র ১৮ দিনে ব্যবধানে তৃণমূল বিএনপিতে যোগদানের বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকেই।
তৈমুর আলমের ছোট ভাই ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এখনও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িতে রয়েছেন। তিনি বড় ভাইয়ের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি। খোরশেদ বলেন, ‘তৈমুর আলম আমাদের পরিবারের একমাত্র ভরসাস্থল ও নীতি নির্ধারক। তবে তার বর্তমান রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই। আমি বিএনপিতেই থাকতে চাই। হয়তো আর কোনোদিন দলের কোনও পদপদবী পাবো না, এখনও প্রাথমিক সদস্য ব্যতীত কোনও পদে আমি নেই। তবুও দলের সাধারণ সদস্য হিসেবে, একজন কর্মী হিসেবে কাজ করে যাবো। বিএনপি যদি আমাকে বহিষ্কারও করে তবুও আমি ধানের শীষের একজন ভোটার, বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের একজন অনুসারী ও শুভাকাঙ্ক্ষী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থাশীল ও দলের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আমাকে ভালোবাসেন এমন নেতাকর্মীদের ও নারায়ণগঞ্জবাসীকে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রইলো।’
একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত কাউন্সিলে বিএনপির সাবেক, বহিষ্কৃত ও নিষ্ক্রিয় একঝাঁক নেতা আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছেন। শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকারসহ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও দলটিতে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে।