ধানমন্ডি ৩২ নম্বরে ফরাসি প্রেসিডেন্ট

প্রকাশ : 2023-09-11 12:00:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ধানমন্ডি ৩২ নম্বরে ফরাসি প্রেসিডেন্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন ঢাকা সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি।

পরে স্মৃতি জাদুঘরের পরিদর্শন বইতে স্মাক্ষর করেন তিনি। এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ফরাসি প্রেসিডেন্টকে জাদুঘর ঘুরিয়ে দেখান।

এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন।

৩৩ বছর পরে ফ্রান্সের কোনও প্রেসিডেন্টের এটি প্রথম ঢাকা সফর। তবে ১৯৯০ সালে ফ্রাঁসোয়া মিতেরার সফরের সঙ্গে এই সফরের গুণগত অনেক পার্থক্য রয়েছে। কারণ, গত ৩০ বছরে অনেক পথ পাড়ি দিয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি।

আজ দুপুরেই তিনি ঢাকা ত্যাগ করবেন। আশা করা হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে বিদায় জানাবেন।