ধর্ষনের বিচার দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ

প্রকাশ : 2025-03-12 18:40:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ধর্ষনের বিচার দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ

মাগুড়া জেলায় শিশু আছিয়া সহ দেশে  দিন দিন ধর্ষণের ঘটনা বৃদ্ধিতে পঞ্চগড়ের বোদা উপজেলায় বুধবার দুপুরে একটি র‌্যালি সহ বিক্ষোভ মিছিল বের করা হয়।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটি র‌্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারা উপজেলা নিবার্হী অফিসের সামনে গিয়ে বিক্ষোভ সহ নানা শ্লোগান দেয়। এসময় তারা বলেন তুমি কে আমি কে আছিয়া বলে ধর্ষকের বিচার দাবী জানায়। পরে সেখানে ধর্ষকের কুত্তপুহলিকা দাহ করে।এসময় বক্তব্য রাখেন রিয়াজ,শিমুল, স্বচ্ছ  রিমন মেহেদী ও নদী প্রমূখ।