ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা বাঙ্গালী-মহিত তালুকদার

প্রকাশ : 2025-12-01 18:05:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা বাঙ্গালী-মহিত তালুকদার

বগুড়া জেলা বিএনপি'র সহ-সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি বগুড়া ৩ আসনের বিএনপির মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদার বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা বাঙ্গালী। আমরা একে অপরের সাথে সকল কাজ করে থাকি। আমরা হিন্দু-মুসলিম নয় আমরা সবাই বাঙ্গালী এটাই আমাদের পরিচয়। সম্প্রীতির বন্ধন অটুট রেখে দেশ ও জাতির স্বার্থে সবাই এক সাথে কাজ করতে চাই। গত রবিবার (৩০ নভেম্বর) রাতে আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে সনাতন সম্প্রদায়ের গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। সুনিল চন্দ্র সিংহের সভাপতিত্বে ও কানাই প্রামানিকের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ত্রাণ ও পূণবাসন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, কামরুল হাসান মধু, ফরিদুল হক মুক্তা, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান সহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদল নের্তৃবৃন্দ।