দ্বৈত গানে কণ্ঠ দিলেন সুমন ও আসিফ
প্রকাশ : 2022-10-25 15:12:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমনের সঙ্গে প্রথমবারের মতো কোনো দ্বৈত গানে কণ্ঠ দিলেন ঢাকার কণ্ঠশিল্পী আসিফ আকবর। চলতে চলতে রাত ফুরোয়/রাত পেরোলেই আসবে ভোর’—এমন কথার গানটি লিখেছেন ও সুর বেঁধেছেন কবীর সুমন। গত রোববার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে বাংলা ঢোল স্টুডিওতে গানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন সুমন ও আসিফ।
সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এর আগে কবীর সুমনের কথায় ১০টি গানে কণ্ঠ দিলেও এবারই প্রথমবার তাঁর সঙ্গে কোনো দ্বৈত গানে কণ্ঠ দিলেন আসিফ।
রেকর্ডিংয়ের ফাঁকে কবীর সুমনের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে আসিফ লিখেছেন, ‘আজ আমার ক্যারিয়ারে একটি সফলতার পালক যুক্ত হলো। কবীর সুমন চেয়েছেন আমি যেন তাঁর সঙ্গে দ্বৈত গান করি। এ গান নিয়ে ওনার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত। জীবনে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, হয়তো মুরব্বি, বন্ধু-স্বজনদের দোয়া ছিল। মহান আল্লাহ ধাপে ধাপে আমাকে সফলতা দিয়েই যাচ্ছেন—শোকর আলহামদুলিল্লাহ।’
গানের অনুষ্ঠানে অংশ নিতে চলতি মাসের ১৩ তারিখ ঢাকায় আসেন কবীর সুমন। আধুনিক বাংলা গান ও বাংলা খেয়াল পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। শো শেষ হওয়ার পর আসিফের সঙ্গে গানটির রেকর্ডিং করেছেন সুমন। আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটি শিগগিরই প্রকাশ করা হবে।
এর আগে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের ব্যানারে কবীর সুমনের কথা ও সুরে ‘এখনো সেই আসিফ আমি’সহ বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ। সুমন-আসিফের বেশির ভাগ গানেরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।