‘দ্বিপক্ষীয় সম্পর্ককে পরিপূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আমেরিকা’

প্রকাশ : 2022-03-22 10:05:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

‘দ্বিপক্ষীয় সম্পর্ককে পরিপূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আমেরিকা’

মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মার্কিন রাষ্ট্রদূতকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়া হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তা দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘পরিপূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে’ নিয়ে গেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জের ধরে গত ১৬ মার্চ জো বাইডেন বলেন, ইউক্রেনে লক্ষাধিক সেনা পাঠানোর কারণে পুতিন একজন 'যুদ্ধাপরাধী'। 

এ নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে, “মার্কিন  প্রেসিডেন্টের এই ধরনের বক্তব্য একজন উচ্চপদস্থ রাষ্ট্রনায়কের যোগ্য নয়। এটি রুশ-মার্কিন সম্পর্ককে সম্পূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, বাইডেনের সাম্প্রতিক অগ্রহণযোগ্য মন্তব্যের প্রতিবাদ হিসেবে রাষ্ট্রদূত জন সুলিভানকে আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে।”

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে নেয়া বৈরী পদক্ষেপের ‘দৃঢ় ও নিষ্পত্তিমূলক’ জবাব দেওয়া হবে বলে সুলিভানকে সতর্ক করা হয়েছে।

এর আগে গত ১৬ মার্চ বাইডেনের বক্তব্যের পরপরই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওই বক্তব্যকে ‘অগ্রণযোগ্য ও ক্ষমার অযোগ্য’ বলে ঘোষণা করেছিলেন।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর ঘোষণা দেয়।মস্কো ঘোষণা করে, এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয় বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই সামরিক অভিযান চালানো হচ্ছে। তবে ইউরোপীয় ও মার্কিন সংবাদ মাধ্যমগুলো রাশিয়ার এ ঘোষণার একাংশ প্রকাশ করে জানায়, কিয়েভের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে মস্কো।