দ্বিতীয় বার করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন
প্রকাশ : 2022-08-24 10:13:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। টুইটারে এক পোস্টে অভিনেতা নিজেই এ খবর জানিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস'র।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে টুইটারের ওই পোস্টে বলিউডের শাহেনশাহ বলেন, ‘একটু আগে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’
এর আগে, ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। বেশ কয়েক দিন হাসপাতালে থেকে চিকিৎসার নিয়ে পুরো সুস্থ হয়ে ফেরেন বাড়িতে। ওই সময় তার ছেলে অভিষেকও কোভিড পজিটিভ হয়েছিলেন। করোনা আক্রান্ত হন পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নাতনি আরাধ্যাও।