দেড় বছর পর ওয়ানডে দলে জাহানারা
প্রকাশ : 2024-11-19 16:34:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশের নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে ছয় ম্যাচের হোম সিরিজ খেলবে। ঢাকার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে এই লড়াই। এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে দলে দেড় বছর পর ফিরিছেন পেসার জাহানারা আলম।
সফরকারী আয়ারল্যান্ড ২২ নভেম্বর বাংলাদেশে পা রাখবে। ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ওয়ানডে সিরিজে তিন ম্যাচ খেলবে দুই দল। ২৭ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া স্ট্যান্ডবাই রাখা হয়েছে পাঁচজনকে।
প্রায় দেড় বছর পর ওয়ানডে দলে ফিরেছেন জাহানরা। অভিজ্ঞ এই ক্রিকেটার সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের মে মাসে, শ্রীলঙ্কা সফরে। এছাড়াও দলে ফিরেছেন শারমিন আক্তার ও সানজিদা আক্তার মেঘলা। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও ডাক পেয়েছেন তাজ নেহার। বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে খেলেছে এই বছরের মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক।
২৭ নভেম্বরের পর সিরিজের বাকি ওয়ানডে দুটি মাঠে গড়াবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ওয়ানডে ম্যাচগুলো হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ৫০ ওভারের ম্যাচ খেলে বাংলাদেশ চলে যাবে সিলেটে। সেখানে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ৫, ৭ ও ৯ ডিসেম্বর হবে ২০ ওভারের ম্যাচ।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ডবাই : দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।
কা/আ