দেশে বিদ্যুতের সংকট নেই- পরিকল্পনা মন্ত্রী

প্রকাশ : 2023-04-16 14:13:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দেশে বিদ্যুতের সংকট নেই- পরিকল্পনা মন্ত্রী

দেশে বিদ্যুতের সংকট নেই। ভারত থেকে ইনপুট করা বিদ্যুৎ লাইনে এসে গেছে। রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ আসছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, তবে হঠাৎ তীব্র গরম পড়ায় এসি, ফ্রিজ ও ফ্যান দিনরাত চালানো হচ্ছে। ফলে বিদ্যুতের চাহিদা তিনগুণ বেড়ে গেছে। এ চাপের কারণে সারাদেশে লোডশেডিং দেখা দিয়েছে। কিছু দিনের মধ্যে এ সমস্যা সমাধান হবে।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গভীর নলকূপ এবং টুইন পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ঢাকার বড় বড় মার্কেট একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে। বিষয়টি সত্যি খুব দুঃখজনক। দেশের একটা গোষ্ঠী আছে যারা সবসময় মানুষের ক্ষতি করতে চায়। এ অগ্নিকাণ্ডের বিষয়ে সরকার খতিয়ে দেখছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী আবুল কাশেম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুখ আহমদ।