দেশে দুনীতি বন্ধ করতে সাংবাদিক সমাজের সহযোগিতা একান্ত প্রয়োজন - নুর মোহাম্মাদ আবু তাহের

প্রকাশ : 2025-11-27 18:57:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দেশে দুনীতি বন্ধ করতে সাংবাদিক সমাজের সহযোগিতা একান্ত প্রয়োজন - নুর মোহাম্মাদ আবু তাহের

বগুড়া-৩ আসনে জামায়াতে ইসলামির মনোনীত এমপি প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের বলেছেন, দীর্ঘ ৫৪ বছরেও দুভার্গ্যজনক ভাবে আমরা আমাদের দেশ পুর্নগঠন করতে পারিনি। রেলওয়ে সেবা, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা খাতসহ সকল ক্ষেত্রেই যা প্রয়োজন তা আমরা পাচ্ছিনা। আমরা আজও বেকার সমস্যা দুর করতে পারিনি। বাধ্য হয়ে কর্মের তাগিদে বিদেশে যেতে হচ্ছে আমাদের। দেশে দুনীতি বন্ধ করতে সাংবাদিক সমাজের সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি আরো বলেন, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করতে হবে। শুধু দল কিংবা নেতা বদল করলেই হবেনা। রাষ্ট্রের সমগ্র সিষ্টেমকে পরিবর্তনে আনতে হবে। আসন্ন নির্বাচনে তিনি জয়লাভ করলে বেকারত্ব দুরসহ এলাকার উন্নয়নে ভুমিকা রাখেবেন বলে দাবী করেন। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সাংবাদিকরা গুরুত্বপুর্ন ভুমিকা পালন করতে পারেন। জামায়াতে ইসলামি চায় একটি শান্তিপুর্ন ও অবাধ নির্বাচন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামি আয়োজনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামি আমীর হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাও: গোলাম রব্বানীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুন নুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. ইউনুস আলী, মাও: তরিকুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাও: গোলাম মোস্তফা, উপজেলা কর্ম পরিষদের সদস্য শিক্ষাবীদ মওলানা আব্দুল জব্বার, জেলা ইউনিট সদস্য এনামুল হক, উপজেলা ইউনিট সদস্য মোস্তফা আহমেদ নাইডু, উপজেলা কর্মপরিষদ সদস্য মাও: রমজান আলী, সদর ইউনিয়ন আমীর ইদ্রিছ আলী, জামায়াত নেতা আহসান হাবীব তুহিন, সাংবাদিক হাফিজার রহমান, গোলাম মোস্তফা, বেনজীর রহমান, মেহেদী হাসান, রফিকুল ইসলাম মন্টু, তোফায়েল আহমেদ লিটন, জিল্লুর রহমান, রাকিবুল হাসান প্রমুখ।