দেশে করোনা আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু
প্রকাশ : 2022-10-03 19:26:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। আগের দিন এই রোগে একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৭১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ ৩ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৫ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৯৬ জন। দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ বেড়েছে ২ দশমিক ৩৫ শতাংশ। রোববার করোনায় শনাক্তের হার ছিল ১২ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৫ শতাংশে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার ৯৫৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৬ হাজার ২১২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৬ হাজার ১০৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৩ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৩ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৭৮৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৬৮ জন। শনাক্তের হার ১১ দশমিক ৮৬ শতাংশ।