দেশের বিভিন্ন স্থানে দেশরত্ন শেখ হাসিনা হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশ : 2023-05-23 10:51:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শুক্রবার (১৯ মে) পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হুমকি দেন চাঁদ। এসময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।’ এ নিয়ে সারাদেশে বিভিন্ন স্থানে দেশরত্ন শেখ হাসিনা হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
বগুড়া (নন্দীগ্রাম)
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় বঙ্গবন্ধুকন্যা, বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) বেলা ১১ টার দিকে দলীয় কার্যালয়ের সামনে হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম ছবি, সরফুল হক উজ্জ্বল, শামীম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, আওয়ামী লীগ নেতা ফিরোজ কামাল ফারুক, আব্দুর রাজ্জাক, সানোয়ার হোসেন মিলন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ ও ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজিব প্রমুখ।
(নাজমুল হুদা)
আদমদীঘি, বগুড়া
আদমদীঘি উপজেলা আ’লীগের বিক্ষোভ মিছিল-সমাবে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচীর অংশ হিসাবে আদমদীঘিস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব কছিম উদ্দিন আহম্মেদ, জেলা আ’লীগ নেতা আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আ’লীগের সহ-সহভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশারফ হোসেন, সুমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু, যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমূখ।
মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)
শিবগঞ্জ (বগুড়া)
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বগুড়ার শিবগঞ্জে উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকালে শিবগঞ্জ পৌরসভা চত্বর থেকে মিছিলটি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিল শেষে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আমিনুল হক দুদু, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি শাহ জাহান চৌধুরী, মারুফ রহমান মুঞ্জু, যুগ্ম সম্পাদক হাবিবুল আলম মাষ্টার, এমদাদুল হক এমদাদ, সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজু, মহিদুল ইসলাম, সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামছুদ্দোহা শামীম, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, উপজেলা কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আহসান হাবিব সবুজ, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমানুল মোস্তাক জয়সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন প্রর্যায়ের নেতৃবৃন্দ।
(রাশেদুর রহমান)
কাউনিয়া (রংপুর)
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ সোমবার বিকালে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আঃ হান্নানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলার বাস স্ট্যান্ড মোড়ে মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ¦ আব্দুল হান্নান এর সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি জয়নুল আবেদিন, সহ-সভাপতি আব্দুল জলিল, আশরাফুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, জমশের আলী, জাহাঙ্গীর হাসান, রংপুর জেলা যুবলীগের সদস্য ফিরোজ সরকার, বলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোময়ারা ইসলাম চাঁদনী, জামিল হোসাইন প্রমূখ।
(সারওয়ার আলম মুকুল)