দেবীগঞ্জে ভূয়া ডিবি ওসি ও কনষ্টেবল আটক
প্রকাশ : 2025-01-18 12:52:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের গোয়েন্দা সংস্থার ওসি ও পুলিশের কনস্টেবল পরিচয় দেওয়া দুই প্রতারককে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) সকালে দেবীগঞ্জ করতোয়া সেতু এলাকায় তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। আটকরা হলেন, ঠাকুরগাঁও সদরের গড়েয়া গোপালপুর এলাকার নুর আলমের ছেলে রেজাউল ইসলাম (৪৩) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ডাকেশ্বরী এলাকার আজিজুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)। এই সময় তাদের ব্যবহৃত একটি ১৫০ সিসি মটরসাইকেল জব্দ করে পুলিশ। এসময় প্রতারিত খন্দকার অহিদুর রহমান ও তার ছেলে খন্দকার রিফাত রহমানকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়।
পুলিশ, ভুক্তভোগীরা ও স্থানীয়রা জানায়, ফরিদপুর সদরের কানাইপুর এলাকার খন্দকার অহিদুর রহমানের ওয়েল্ডিং ওয়ার্কশপ রয়েছে । যেখানে জুট মিলের পুরনো যন্ত্রাংশ মেরামত করে বিক্রি করা হয়। এরই মধ্যে ঠাকুরগাঁওয়ের নিরাব আলী নামে এক ব্যক্তি জুট মিলের পুরনো যন্ত্রাংশ বিক্রি করবেন বলে অহিদুর রহমানকে ঠাকুরগাঁও আসতে বলেন। পরে অহিদুর তার ছেলে রিফাতকে নিয়ে ফরিদপুর থেকে শুক্রবার সকালে ঠাকুরগাঁও আসেন। তারা একটি আবাসিক হোটেলে উঠেন। এক পর্যায়ের নিরাব আলীর সাথে পুরনো যন্ত্রাংশ দেখতে তারা নিরাব আলীর সাথে বের হন। তারা ঠাকুরগাঁও শহরের পাশে গেলে হঠাৎ চারজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের পথরোধ করেন। এদের মধ্যে প্রতারক রেজাউল নিজেকে ডিবির ওসি এবং জাহাঙ্গীর নিজেকে কনষ্টেবল পরিচয় দেয়। এরপর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৫ লাখসহ দুইটি মোবাইল ফোন নিয়ে নেন। পরে তাদের থানায় নিয়ে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে ভিন্ন স্থান ঘুরিয়ে দেবীগঞ্জ নিয়ে আসেন।
এ ব্যাপারে দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বলেন ঘটনা ঠাকুরগাঁও এলাকার সে কারনে আটককৃতদের রাতে ঠাকুরগাঁও পুলিশের কাছে হস্তান্তর করা হবে। অলরেডি ঠাকুরগাঁও থানায় মামলা হয়েছে।