দেবীগঞ্জে নিখোঁজের ১০ দিন পর বুদ্ধি প্রতিবন্ধি মহিলার মরদেহ উদ্ধার
প্রকাশ : 2024-02-22 16:32:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের দেবীগঞ্জে বৃহষ্পতিবার এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হাজেরা খাতুন ওরফে হাজু (৬০) পিতামৃত- আব্দুল এলিন বাড়ি ঠাকুরগাঁও সদর উপজলার গড়েয়া ইউনিয়নের গোপীকান্তপুর এলাকায় বলে পুলিশ জানায়।
স্থানীয়রা জানায়,বৃহষ্পতিবার সকালে চেংঠিহাজরা ডাঙ্গা ইউনিয়নের পাবনাল পাড়া ব্রীজের নীচে তার লাশ দেখতে পায় সেখানকার লোকজন।
এদিকে চেংঠিহাজরা ডাঙ্গা ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান মো. আমিনুর রহমান বুলু জানান, ১০ দিন আগে সে নিখোঁজ ছিল এবং সে বৃদ্ধি প্রতিবন্ধি।এরপর তার পরিবারের লোকজন তার সন্ধান পেতে মাইকিং করে। লাশ উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ নিয়ে যায়।
এ ব্যাপারে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল মোকাদ্দেস জানান, সুরতহাল করে লাশ পোষ্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে।সুরতহালে কিছু পাওয়া যায়নি। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ই