দেবীগঞ্জে দ্রতগামী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
প্রকাশ : 2023-12-15 18:36:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় রাসেদুল ইসলাম হৃদয় (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলার চেংটি হাজেরাডাঙ্গা নতুন হাট এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত যুবক ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের গোপালপুর এলাকার মামুনুর রশিদের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, হৃদয় তার স্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলে ঠাকুরগাঁওয়ের বাড়ি ফিরছিলেন। নতুন হাট এলাকায় অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
দেবীগঞ্জ থানার এসআই ইয়াকুব আলী বলেন, শশুড় বাড়িতে কি কাজে কবে এসেছেন জানা যায়নি। ঘটনার পর ট্রাক্টরটি পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় সড়ক দূর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ই