দেবীগঞ্জে চেয়ারম্যানের অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে মামববন্ধন
প্রকাশ : 2024-06-03 14:51:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষন রায় এর অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।রোববার (২ জুন) বিকালে উপজেলার বোদা-দেবীগঞ্জ মহাসড়কের লক্ষীরহাট চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন,পামুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলে হায়দার প্রধান,মাওলানা সালাউদ্দিন আহমেদ, স্থানীয় হাসিনা বেগম,আবু সাঈদ প্রমূখ।
বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে আবু সাঈদ চাকুরির সুবাদে বাইরে থাকায় তার স্ত্রী মোছা.রাশেদা বেগম এর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন পামুলি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিভূষন রায়। এতে রাশেদা বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা রয়েছে বলে জানান তারা। এসময় চেয়ারম্যানের পদত্যাগসহ শাস্তির দাবী জানান বক্তারা।
রাশেদা বেগম পামুলী ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা ইউপি সদস্য,হাসানপুর কাঠালতলী এলাকার আবু সাঈদ এর স্ত্রী।
কা/আ