দেবীগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেফতার

প্রকাশ : 2025-12-23 11:55:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দেবীগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ নেতা ও দন্ডপাল  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজগর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে দেবীগঞ্জ পৌরসভার এলাকায় অবস্থিত সাব রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
 তিনি বর্তমানে দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী জানান, দেবীগঞ্জ থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আজগর আলীকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।