দেবদারু অরণ্য

প্রকাশ : 2024-05-04 10:58:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দেবদারু অরণ্য

দেবদারু অরণ্য

ইভা আলমাস

 

নদী...
নদীর ওপারে দেবদারুর সারি 
ঘন অন্ধত্ব ভর করেছে প্রকৃতি জুড়ে 
শূন্যতায় এসে দাঁড়িয়েছে পৃথিবী 
রক্তিম বেহাগেও যেন কান্নার সুর।

একদিন স্বপ্নে দেখেছিলাম আব্বাকে 
আমায় নিতে এসেছেন তিনি 
ঘন দেবদারুর বন পেরিয়ে যাচ্ছি আব্বার সাথে, হঠাৎ মনে হলো 
মনে হলো পায়ে স্যান্ডেল নেই,
আব্বাকে বললাম "একটু দাঁড়ান, স্যান্ডেল নিয়ে আসি"।
ফিরে দেখি আমায় ফেলে আব্বা হারিয়ে গেছেন দেবদারু অরণ্যে

আজ আবার দু'চোখে দেবদারু বন 
নিশ্চুপ দাঁড়িয়ে, 
চেয়ে আছে অপলক, স্থির 
বুঝি ডাকছে দু'হাত বাড়িয়ে 
কাছে, খুব কাছে, ডাকছে আমায়, 
আমিও যাচ্ছি, যাচ্ছি, যাচ্ছি 
যাচ্ছি ধীরে ধীরে দেবদারু বনের বাঁকে... 

ওপাশে কি আব্বা অপেক্ষায় আছেন?