দূর থেকে নির্দিষ্ট স্মার্টফোনের অবস্থান জানা সম্ভব
প্রকাশ : 2024-06-01 11:42:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মনের ভুলে স্মার্টফোন হারিয়ে ফেলা মানুষের সংখ্যা কম নয়। কখনো আবার স্মার্টফোন চুরি হয়ে যায়। ছিনতাইকারীর কবলেও পড়েন কেউ কেউ। ফলে স্মার্টফোনে থাকা ব্যক্তিগত তথ্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন অনেকে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন হারিয়ে গেলে ‘ফাইন্ড মাই ডিভাইস’ সুবিধার মাধ্যমে সহজেই দূর থেকে ফোনটির অবস্থান জানা যায়।
ফাইন্ড মাই ডিভাইস সুবিধা চালুর জন্য প্রথমে ফোনের ‘সেটিংস’-এ প্রবেশ করে ‘গুগল’ অপশনে ট্যাপ করতে হবে। পরের পৃষ্ঠায় ‘ফাইন্ড মাই ডিভাইস’ অপশন দেখা যাবে। অপশনটি দেখা না গেলে ডাউনলোড ট্যাপ করে ফোনে অ্যাপটি নামাতে হবে। এরপর অ্যান্ড্রয়েড ফোনে যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে, সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপটিতে লগইন করতে হবে। এবার ‘ফাইন্ড মাই ডিভাইস’ অপশন চালু করার পর যেকোনো ওয়েব ব্রাউজারে বা অন্য যন্ত্র থেকে এই ঠিকানায় প্রবেশ করতে হবে। এরপর গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করলে সেই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সব অ্যান্ড্রয়েড যন্ত্রের তালিকা দেখা যাবে। এবার হারিয়ে যাওয়া স্মার্টফোনের নাম ট্যাপ করলেই সেটির অবস্থান দেখা যাবে। তবে হারিয়ে যাওয়া ফোনটিতে একই গুগল অ্যাকাউন্ট চালু না থাকলে বা ইন্টারনেট-সংযোগ বন্ধ থাকলে সর্বশেষ অবস্থানের তথ্য জানা যাবে না; অর্থাৎ ফোনটিতে সর্বশেষ ইন্টারনেট-সংযোগ চালু থাকা স্থানের তথ্য জানা যাবে।