দক্ষিণ চীনে ঝড়ের আঘাতে ১১ জন নিখোঁজ

প্রকাশ : 2024-04-22 15:05:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দক্ষিণ চীনে ঝড়ের আঘাতে ১১ জন নিখোঁজ

চীনের দক্ষিণাঞ্চলে ঝড়ের আঘাতে ১১ জন নিখোঁজ হয়েছে।
এছাড়া হাজার হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সোমবার এ কথা জানিয়েছে।
দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে সম্প্রতি প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। এতে নদীর পানি বৃদ্ধিসহ ভয়াবহ বন্যার আশংকা দেখা দিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, গুয়াংডংয়ে অব্যাহত বর্ষণের কারণে মোট ১১ ব্যক্তি নিখোঁজ রয়েছে।
এছাড়া ৫৩ হাজারেরও বেশি লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
জাতীয় আবহাওয়া সংস্থা বলেছে, ফুজিয়ান, গুইঝু ও  গুয়াংজি সহ আশেপাশের বিভিন্ন প্রদেশও অব্যাহত বর্ষণে ক্ষতিগ্রস্ত হবে।
উল্লেখ্য, গুয়াংডং চীনের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে প্রায় ১২ কোটি ৭০ লাখ লোকের বাস।
এদিকে চীনে বৈরি আবহাওয়ার বিষয়টি খুব অস্বাভাবিক না হলেও সম্প্রতি দেশটিতে বন্যা, খরা ও রেকর্ড তাপমাত্রা চরমরূপ নিয়েছে।
কার্বনগ্যাস নিস্ব:রণ বাড়তে থাকায় জলবায়ু পরিবর্তন ত্বরাণি¦ত হচ্ছে। বিশ্বে চীন সবচেয়ে বেশি কার্বন নিস্ব:রণকারী দেশ।

 

সান