দক্ষিণি সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা মায়িলসামি মারা গেছেন
প্রকাশ : 2023-02-19 15:24:13১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দক্ষিণি সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা মায়িলসামি মারা গেছেন। আজ রোববার ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তামিল এই অভিনেতার। কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মায়িলসামি। গতকাল শনিবার হঠাৎ তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ ভোরে মারা যান ৫৭ বছর বয়সী মায়িলসামি।
৩৯ বছরের অভিনয়ের ক্যারিয়ারে ১০০টির বেশি তামিল সিনেমায় অভিনয় করেছেন মায়িলসামি। কমেডিয়ান চরিত্রে তাঁর অভিনয় জয় করেছে দর্শকের মন। কৌতুক অভিনেতা হিসেবে তিনি দর্শকের কাছে হয়ে ওঠেন বেশ জনপ্রিয়। তাঁর মৃত্যুতে এখন শোকের ছায়া নেমে এসেছে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে। মায়িলসামির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর সতীর্থ ও ভক্ত-অনুরাগীরা।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে মায়িলসামিকে তাঁর আসন্ন সিনেমা ‘গ্লাসমাস্টেস’-এর ডাবিং করতে দেখা যায়। যা তিনি সম্প্রতি সম্পন্ন করেছেন। মায়িলসামিকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন দক্ষিণি তারকা কমল হাসান, ‘আমার বন্ধু মায়িলসামি একজন সফল অভিনেতা। তার নিজস্ব ঢঙে কমেডি চরিত্রে তার অভিনয় সকলের কাছে গ্রহণযোগ্য ছিল। মায়িলসামি আমার প্রিয় একজন বন্ধু। তার প্রতি শ্রদ্ধা।’
একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান, টিভি হোস্ট ও থিয়েটার শিল্পী ছিলেন মায়িলসামি। ‘ধাভানি কানাভুগাল’ সিনেমার মধ্য দিয়ে অভিনেতা হিসেবে মায়িলসামির পথচলা শুরু হয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি এই অভিনেতাকে। করেছেন কমল হাসান, বিজয়, অজিথ কুমারদের মতো তারকাদের সঙ্গে অভিনয়। তামিল সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন কৌতুক অভিনেতা হিসেবে।
‘ধুল’, ‘ভাসিগারা’, ‘ঘিল্লি’, ‘গিরি’, ‘উথামাপুথিরান’, ‘ভিরাম’, ‘কাঞ্চনা’ ও ‘কাঙ্গালাল কাইধু সে’ সিনেমায় তাঁর অভিনয় দর্শকের কাছ থেকে অর্জন করে নিয়েছে ভালোবাসা। এ ছাড়া কমেডি চরিত্রের জন্য মায়িলসামি জিতে নিয়েছেন অসংখ্য পুরস্কার। যার মধ্যে রয়েছে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার।