ত্রিশালে জাতীয় সমাজসেবা দিবস পালিত
প্রকাশ : 2026-01-04 15:55:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় সমাজসেবা দিবস পালন করছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়"।শনিবার( ৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী আরাফাত সিদ্দিকী।প্রধান অতিথি বক্তৃতায় আরাফাত সিদ্দিকী বলেন, বর্তমান সরকার দেশের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা প্রদান করছে। সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে সরকার কাজ করছে। পাশাপাশি সেবামূলক কর্মকাণ্ডে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সংক্ষিপ্ত আলোচনার পর এক বর্ণাঢ্য র্যালিটি ত্রিশাল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে চত্বরে শেষ হয়। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী প্রতিবন্ধী সুবিধা ভুগি পাঁচজনকে প্রতিবন্ধী কার্ড প্রদান করেন।