তেতুলিয়া উপজেলায় জলবদ্ধতা নিরসনে বিএনপির সম্মিলিত কর্মসূচি

প্রকাশ : 2025-09-18 16:32:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তেতুলিয়া উপজেলায় জলবদ্ধতা  নিরসনে বিএনপির সম্মিলিত কর্মসূচি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী এলাকায়  ২০ টি পরিবার ১ সপ্তাহ ধরে পানিবন্দি। জলাবদ্ধতা নিরসনে তেঁতুলিয়া উপজেলার বিএনপির  সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  মাঠে কাজ করে জলাবদ্ধতা নিরসন করেছেন।

২০ পরিবারের পানিবন্দির খবর সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন  বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।  জলাবদ্ধতা নিরসনের উদ্যেগ নিয়ে তিনি স্থানীয় নেতৃবৃন্দকে ওই এলাকায় পাঠান। নেতাকর্মীরা নিজেরা কোদাল ঢাকি দিয়ে মাটি সরিয়ে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করেন।

বৃহস্পতিবার  (১৮ সেপ্টেম্বর) ওই  এলাকায়  পানিবন্দি পরিবারের  পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিএনপির নেতা কর্মীরা। 
স্থানীয়রা বাসিন্দারা জানায়, হারাদিঘী- লালগছ সড়কে একটি কালভার্ট ছিলো ।  অতি বর্ষণের সময়  কয়েকটি গ্রামের পানি প্রবাহিত হয়ে আসছিল এই কালভার্টি দিয়ে। তবে এলাকার  কিছু মানুষজন জমি কিনে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণের ফলে পানি চলাচলের জায়গা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। পানি সরে যাওয়ার মতো ছোট রিং কালভার্ট থাকলেও সেটা দিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে সেখানেও সৃষ্টি  হয় জলাবদ্ধতা। এরপর আবারো ভারী বর্ষণের কারনে নিন্দা অঞ্চল প্লাবিত  হয়ে দেখা দেয় জলাবদ্ধতা। সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার  তারিফ হোসেন প্রধান জানান , গত ২ বছর যাবত এই এলাকার কয়েকটি পরিবার  বর্ষা মৌসুমে  পানিবন্দি হয়ে পড়ে। আগের ইউএনও মহোদয়  একটি ইউড্রেনের নির্মাণের জন্য আমাদের আশ্বস্ত করেছিলেন। কিন্তু তিনি বদলী হয়ে অন্যত্র চলে যাওয়ার পর সেটা আর হয়নি। তবে জলমগ্ন থেকে উত্তরণে বিএনপির নেতা কর্মীরা একটি ভালো উদ্যোগ নিয়েছে। তেতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু জানান, আমরা খবর পেয়ে ছুটে এসেছি। বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগনের দুর্ভোগের কথা জানতে পেরে আমাদেরকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা সবাই জনদূর্ভোগ নিরসনের জন্য সম্মিলিতভাবে কাজ করছি।