তেতুঁলিয়ায় কমিউনিস্ট পার্টির সভায় বাঁধা প্রিন্সের ফেসবুকে স্ট্যাটাস

প্রকাশ : 2024-11-13 18:10:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তেতুঁলিয়ায় কমিউনিস্ট পার্টির সভায় বাঁধা প্রিন্সের ফেসবুকে স্ট্যাটাস

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পূর্ব ঘোষিত কর্মসূচি ‘‘শোষণ-বৈষম্য বিরোধী গনতন্ত্র জাগরণ যাত্রা’’পথ সভায় বাঁধা দেওয়া হয়েছে। এ বিষয়ে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তার ফেসবুকে পেজ একটি স্ট্যাটাস দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১ টার দিকে তেতুঁলিয়া উপজেলার চৌরাস্তার তেতুঁলতলায়। গণঅভূথাণের কাঙ্খিত গনতন্ত্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত সমাজ, দ্রব্যমূল্যে কমানো ও রেশনিং পদ্ধতি চালুসহ নানা দাবিতে দলটির স্থানীয় নেতৃবৃন্দ সহ তারা এ পথ সভায় অংশ নেয়। এসময় ওই পথ সভায় কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স উপস্থিত ছিলেন। পথসভাটি চলাকালিন সমন্বয়ক পরিচয়ে কিছু লোকজন এতে বাঁধা প্রদান করেন। ছবিতে দেখা যায় কিছু লোকজন অনুষ্ঠিত পথসভাটির আশ-পাশ ঘিরে আছেন।

এনিয়ে রুহিন হোসেন প্রিন্স তার ফেসবুক পেজে লিখেছেন ‘‘ তেতুঁলিয়া পঞ্চগড় এর তেঁতুল তলায় পথসভায় বক্তব্য শেস করতে পারলাম না। পথ সভা শেষ করতে দেওয়া হোলনা ওরা কারা। প্রশাসনের কোন ভূমিকা নেই।সারাদিনের অন্যান্য কর্মসূচি চলবে। ধৈর্যেরও সীমা আছে!!!।

এ বিষয়ে তেতুঁরিযা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনায়েত কবীর বলেন , শুনলাম তেতুঁল তলায় ১০/১২ জনের একটি সভা হচ্ছিল। এমন সময় কারা এসে বাঁধা দেয় ‘তবে তাদের দাবি এরা সমন্বয়ক। তবে কেউ ঠিক করে বলছেনা তারা কোন সমন্বয়। কেউ থানায় অভিযোগ দেয়নি ।