তেঁতুলিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : 2024-12-17 11:16:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, শীতকালে উত্তরাঞ্চলে আপনারা যারা থাকেন তারা সবচেয়ে কষ্টের মধ্যে থাকেন। আমরা তা অনুধাবন করতে পারি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তৃণমূল পর্যায়ে দেশের সর্ব প্রান্তে আমাদের ৬০ লক্ষ বিশাল বাহিনী প্রান্তিক পর্যায়ে থাকে। শীতে আপনাদের কষ্ট দুর্দশাগুলো লাঘব করতে আপনাদের পাশে দাড়ানোর জন্য এখানে এসেছি। তিনি শনিবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ মাঠে চা শ্রমিক ও অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ উদ্বোধনের সময় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সমাজের আমাদের দুর্দশার জায়গা আছে যা সম্মিলিতভাবে শক্তি। সম্মিলিত শক্তির মাধ্যমে সেগুলোকে সমাধান করার জন্য সামাজিক যে প্রক্রিয়া আমাদের মধ্যে যত ধরণের অস্থিরতা আছে, অস্থিতিশীলতা আছে সেই জায়গাগুলোতে আমরা সবাই মিলে কাজ করতে পারি। আনসার ও ভিডিপি সেই কাজটিই করে। তিনি বলেন, সমাজের সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে সমাজের সেই‚ভূমিকাকে আমাদের প্রতিজ্ঞা হিসেবে নিয়ে, অঙ্গীকার হিসেবে নিয়ে আমরা আগামী মাস থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। যারা তরুণ সমাজের যারা আছেন, অন্যান্য যারা কর্মসংস্থান ও উদ্যোক্তা হতে চান তাদেরকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হবে। সারাদেশের আনসার ও ভিডিপি ক্লাবগুলোকে আমার আবার নতুন করে সাজিয়ে নিচ্ছি। সেই ক্লাবগুলো আর্থ সামাজিক কার্যক্রমের মূল উৎস। ওখানে আমাদের আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক, আনসার কো-অপারেটিভ সোসাইটি এবং আমাদের আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট-সবগুলো সম্মিলিতভাবে একটা নীতিমালার মাধ্যমে সম্পৃক্ত করে আপনাদের জন্যই এই বিশাল জনগোষ্ঠিকে এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করার যে কাজ তা আমরা শুরু করব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুরের রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ, আনসার ও ভিডিপি পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী, কুড়িগ্রামের জেলা আনসার কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াৎ হোসাইন সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সান