তুমি কাজী নজরুল

প্রকাশ : 2022-05-24 11:30:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তুমি কাজী নজরুল

মোঃ তাইফুর রহমান
------------------------


তুমি কাজী নজরুল
 আমাদের গৌরব 
সেরা কবি আমাদের 
গোলাপের সৌরভ।

বাংলার জনগন 
তোমার যে ভক্ত
 তোমারই মনোবল
 ছিল খুব শক্ত।

ভালোবাসি খুব বেশি 
তোমার লেখা ছন্দ
তুমি ছাড়া নজরুল 
সাহিত্য অন্ধ।

নজরুল নামে সবে
লিখে কত গল্প
আমি কিছু লিখলাম
তবে খুব অল্প। 

বিদ্রোহী কবি তুমি 
আমাদের গর্ব 
এই বলে শেষ করি
 নজরুল পর্ব।