তিনদিনে ১৫০ কোটি রূপি ছাড়িয়ে গেছে ঐশ্বরিয়ার সিনেমা
প্রকাশ : 2023-05-02 11:57:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
এবার মুক্তি পেয়েছে ‘পন্নিয়িন সেলভান’র (পিএস) দ্বিতীয় পর্ব। গত ২৮ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পায় এটি। আর প্রত্যাশিতভাবে এটিও দর্শকের বিপুল সাড়া পাচ্ছে। মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ছবিটির আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
‘পন্নিয়িন সেলভান’ দুই পর্বের এই ছবির প্রথম পর্ব মুক্তি পায় গত বছর। বক্স অফিসে দারুণ সাফল্য পায়। আয় করে ৫০০ কোটি রুপির বেশি।
এর মধ্যে ভারত থেকে আয় করেছে ৮০ কোটি রুপি। বহির্বিশ্বে সবচেয়ে বেশি আয় হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন মুলুকে তিন দিনেই ছবিটি প্রায় ২৯ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে।
দুই পর্বের ‘পন্নিয়িন সেলভান’ নির্মিত হয়েছে ৫০০ কোটি রুপি বাজেটে। সেই হিসেবে প্রথম পর্বেই এটি লাভের ঘরে ঢুকে পড়ে। এখন যা হচ্ছে, তা বোনাস হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকরা। আর এই বোনাসের অংকটা যে আরও অনেক বড় হবে, তা সহজেই অনুমেয়।
উল্লেখ্য, হাজার বছর আগের চোলা সাম্রাজ্যের গল্পে নির্মিত হয়েছে ‘পিএস’। তারকাবহুল এই ছবি নির্মাণ করেছেন মণিরত্নম। এতে ঐশ্বরিয়ার সঙ্গে আরও আছেন বিক্রম, জয়াম রবি, কার্থি, তৃষা কৃষ্ণান, ঐশ্বরিয়া লক্ষ্মী প্রমুখ।