তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা

প্রকাশ : 2025-05-05 19:09:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা

আগামী ১৬ই মে শিক্ষা,স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ক তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ১৭ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে বাগেরহাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। সোমবার (৫মে) বিকালে বাগেরহাট জেলা যুবদলের উদ্যোগে জেলা পরিষদের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক বিল্লাল হোসেন তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয নির্বাহী কমিটির সাবেকযুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফিরোজ আব্দুল্লাহ। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ হারুন আল রশিদ এবং সঞ্চালনা করেন সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা।

এ সময় বাগেরহাট জেলার ১২টি ইউনিটের আহবায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং ১৬ই মে খুলনার সেমিনার ও ১৭ মে সমাবেশে সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান।

বক্তারা বলেন, তরুণদের অধিকার প্রতিষ্ঠায় এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।