তামিম ভাইরা-ই নির্বাচন ফিক্সিংয়ের চেষ্টা করেছেন, কলরেকর্ড আছে: ক্রীড়া উপদেষ্টা

প্রকাশ : 2025-10-02 11:05:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তামিম ভাইরা-ই নির্বাচন ফিক্সিংয়ের চেষ্টা করেছেন, কলরেকর্ড আছে: ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে গেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রার্থিতা প্রত্যাহারের পর গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘মাঠের ক্রিকেটে ফিক্সিং বন্ধের আগে বিসিবি নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন’।

তার এমন বক্তব্যের জবাব দিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ফিক্সিংটা তামিম ভাইরা-ই করতে চেয়েছেন। তবে সেখানে ব্যর্থ হয়েছেন।’বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির সঙ্গে আলাপে এমন মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ যোগ করেন, ‘আমাদের কাছে কিছু কলরেকর্ড ও ডকুমেন্টসও রয়েছে। সেখানে বলা হচ্ছে যদি নির্বাচন করেন, ৬ মাস পরে পরিণতি ভোগ করতে হবে। ইঙ্গিতটা জাতীয় নির্বাচন পরবর্তীতে কাউকে হুমকি দেওয়ার মতো।’

উল্লেখ্য, ৬ অক্টোবর বিসিবি নির্বাচন। এখনও এনএসসি কোটায় ২ পরিচালক নির্ধারিত করা হয়নি। তবে নির্বাচন ভন্ডুল করতে একটি পক্ষ শেষ পর্যন্ত করবে বলে চেষ্টা করবে বলে আশঙ্কা ক্রীড়া উপদেষ্টার। তবে, নির্বাচনের স্বার্থে যেকোনো পক্ষের সঙ্গে বসতেও প্রস্তুত তিনি।