তাপমাত্রার সব রেকর্ড ছাড়িয়ে গেছে ২০২৩ সাল
প্রকাশ : 2023-10-13 10:28:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
তাপমাত্রার সব রেকর্ড ছাড়িয়ে গেছে ২০২৩ সাল। এমনটাই বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, এই বছর খরা, দাবানল ও বন্যাও দেখা দিয়েছে মাত্রাতিরিক্ত। এসব পরিস্থিতির কারণে সৃষ্ট পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবসের এক বার্তায় এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব। প্রতি বছর ১৩ অক্টোবর দিনটি পালিত হয়। খবর অ্যাসোসিয়েট প্রেস অব পাকিস্তানের (এপিপি)।
গুতেরেস বলেন, ‘চরমভাবাপন্ন ও মন্দতর আবহাওয়ার কারণে ভয়াবহ প্রাণশঙ্কায় রয়েছে মানুষ। বিশেষ করে বন্যা ও খরায় নির্বিচারে আক্রান্ত হওয়ার কারণে অনেকেই আজ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছেন।’
প্রসঙ্গত, এবারের আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবসের প্রতিপাদ্য হলো- স্থিতিশীল ভবিষ্যতের জন্য অসাম্যের বিরুদ্ধে লড়াই।
ই