তাইওয়ানের আকাশসীমায় আবারও বড় ধরনের অনুপ্রবেশের অভিযোগ চীনের বিরুদ্ধে
প্রকাশ : 2023-09-14 11:32:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
তাইওয়ানের প্রতিরক্ষা আকাশসীমায় আবারও বড় ধরনের অনুপ্রবেশের অভিযোগ উঠল চীনের বিরুদ্ধে। গত ২৪ ঘণ্টায় ভূখণ্ডটির আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ৪০টি চীনা সামরিক বিমান অনুপ্রবেশ ঘটিয়েছে বলে অভিযোগ করেছে তাইওয়ান কর্তৃপক্ষ। এই ঘটনায় তাইওয়ান প্রণালীর আশেপাশে আবারও নতুন করে উত্তেজনা বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে দ্বীপের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনা বিমান বাহিনীর ৪০টি বিমান প্রবেশ করেছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আকাশসীমায় অনুপ্রবেশ করা এসব বিমানের বেশিরভাগই তাইওয়ানের দক্ষিণে এবং বাশি চ্যানেলে উড্ডয়ন করে বলেও মন্ত্রণালয় দাবি করেছে।
দ্বীপ ভূখণ্ডটির এই মন্ত্রণালয়ের প্রদত্ত মানচিত্র অনুসারে, আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করা এসব চীনা বিমানের মধ্যে অন্তত চারটি বিমান দ্বীপের উত্তর-পশ্চিমে তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে।
এদিকে বুধবারও তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে চীনের ২৮টি বিমান ঢুকে পড়েছিল বলে দাবি করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাইওয়ান প্রণালীতে এই ধরনের ঘটনাকে বেইজিংয়ের নিয়মিত হয়রানির অংশ বলেও অভিযোগ করেছে তাইপে।
বুধবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সকাল ৬টায় জে-১০ যুদ্ধবিমানসহ চীনের যুদ্ধবিমানগুলো তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রান্ত দিয়ে উড়ে যায়। এর বেশিরভাগই আবার বাশি চ্যানেল অতিক্রম করে। তবে এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনও মন্তব্য করেনি। সূত্র: রয়টার্স, ফক্স নিউজ