তবে কি আরো একটি বিচ্ছেদ??

প্রকাশ : 2023-06-04 11:58:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তবে কি আরো একটি বিচ্ছেদ??

ঢাকাই সিনোমর আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের দাম্পত্য জীবন নিয়ে নানা সময়ে নানা গুঞ্জনের ডালপালা মেলেছে।

২০২১ সালের অক্টোবর মাসে এই জুটির বিয়ের পর একটি পুত্রসন্তান আলো করে আসে তাদের সংসারজুড়ে। এরপর বিবাহবার্ষিকীর দুই বছর পূর্ণ হওয়ার আগেই বিভিন্ন সময় তাদের বিচ্ছেদের খবর ছড়িয়েছে।

সম্প্রতি আবারও এই দম্পতির সংসারে ভাঙনের চিত্র প্রকাশ হয়েছে। মুলত একটি ভিডিওকাণ্ডের ঘটনায় রাজের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন পরীমণি।

যেখানে তিনি জানান, রাজ অনেক দিন ধরেই তার বাসায় নেই। শুধু তাই নয়, পরী দাবি করেন- কেউ তাদের সংসার ভাঙারও চেষ্টা করছেন।

পরীর এসব মন্তব্যর প্রেক্ষিতে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজ। যেখানে তিনি বলেন, ‘পরীর সঙ্গে সম্পর্ক কোন পর্যায়ে বা টিকবে কিনা তা বলতে পারবেন চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম।’

রাজ জানান, পরীর সঙ্গে তার বিচ্ছেদ হবে কিনা-এই বিষয়ে তার চেয়ে ভালো জানেন চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম। সাংবাদিকদের তাদের সঙ্গেই কথা বলতে অনুরোধ করেছেন।

তবে বিচ্ছেদ ঘটবে কি না, সেটা পরীর উপরেই নির্ভর করবে বলেও জানান এই অভিনেতা। এক্ষেত্রে পরীমণি যেটা চাইবেন সেটাই হবে।

রাজ বলেন, ‘আমার সিদ্ধান্তের চেয়ে পরীর সিদ্ধান্ত জানাটা বেশি গুরুত্বপূর্ণ। পরীমণি কী চায়, সেটা জানা দরকার। পরী যেটা চাইবে, সেটিই চূড়ান্ত। থাকতে চাইলে থাকবে, না চাইলে বিচ্ছেদ।’

রাজের কথায় স্পষ্ট, পরীমণির সঙ্গে সামনের দিনে একই ছাদের নিচে থাকবেন কিনা সেটা নির্ভর করবে এই নায়িকার সিদ্ধান্তের উপরেই।

এদিকে পরীমনির বক্তব্য বলে দেয় ভিন্ন কিছু, সে স্বামী রাজের বিরুদ্ধে অভিযোগ করেন রাজ বলেছেন তাদের কাবিননামা ভুল। সে তার স্ত্রীর চরিতে নিয়ে প্রশ্ন তুলে। সে অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছে। পরীমিনি রাজের বউ হিসাবে থাকতে চায়না, সে তার প্রাক্তন হিসাবেই বেশি সাচ্ছন্দ্য বোধ করবে। তাদের সন্তানের সাথে রাজ দেখা করতে পারবে কিন্তু সেটার উপযুক্ত সময়ে।

উল্লেখ্য, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে কাজ করতে গিয়ে ২০২১ সালের অক্টোবরে কাছাকাছি আসেন পরীমণি ও রাজ। সম্পর্কের কয়েক দিনের মাথায় তারা বিয়ে করেন।