ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল

প্রকাশ : 2025-01-04 11:47:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহারুল ইসলাম ইসনাতের উপর ঢাকার বনশ্রীতে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের খানবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। ছাত্র-জনতার ব্যানারে লৌহজং ও শ্রীনগর উপজেলার সাধারণ ছাত্র ও এলাকাবাসী শুক্রবার সাড়ে ১১টার দিকে ১৫ মিনিট ঢাকামুখী সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। এর ১৫ মিনিট পরে পদ্মা সেতু উত্তর থানার ওসি মো. জাকির হোসেন ঘটনাস্থলে এসে এক্সপ্রেসওয়ের যানচলাচল স্বাভাবিক করেন। তিনি জানান, ছাত্র-জনতার ব্যানারে সাবেক ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল হয়। ঢাকার বনশ্রী এলাকায় ইসনাতের উপর হামলা হয়। এ ঘটনায় ঢাকায় মামলা হয়েছে। 

জানা যায়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া শাহারুল ইসলাম ইসনাত গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার বনশ্রীতে সন্ত্রাসী হামলার শিকার হন। এতে ইসনাত গুরুতর আহত হন। ইসনাত লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের উত্তর মেদিনীমণ্ডল গ্রামের আব্দুল গাফফার ফকিরের পুত্র।

প্রতিবাদ সভায় স্থানীয়দের মধ্যে পলু হাজী, ইয়ার মো. রুমান, রানা হোসেন রনি, শেখ রাকিব ও ছাত্রদের মধ্যে মো. সোলায়মান, মারুফ ইসলাম, উম্মে হানি, মিরাজ হোসেন, সাদ্দাম হোসেন ও আলামিন হোসেন বক্তব্য রাখেন। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে দোষীদের আটক করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।