ঢাকা দক্ষিণ আ.লীগের জরুরি বর্ধিত সভা সোমবার

প্রকাশ : 2024-02-18 16:18:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঢাকা দক্ষিণ আ.লীগের জরুরি বর্ধিত সভা সোমবার

জরুরি বর্ধিত সভা ডেকেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

আগামীকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হবে। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়, আগামীকাল ১৯ ফেব্রুয়ারি বিকেল ৪টায় মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। 

সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। 

 

সা/ই