ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হলেন ফজলুর রহমান

প্রকাশ : 2024-09-19 11:01:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হলেন ফজলুর রহমান

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬-এর ২৮(২) ধারা মোতাবেক ঢাকা ওয়াসার দৈনন্দিন কার্যক্রম সুচারু রূপে পরিচালনা এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সাময়িকভাবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান করা হলো।

 

সান