ঢাকার সদরঘাটে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক মহড়া

প্রকাশ : 2024-03-06 12:18:58১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঢাকার সদরঘাটে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক মহড়া

আগুন নিয়ন্ত্রণে বীরত্বের প্রতীক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। যেকোনো দুর্ঘটনার উদ্ধারকাজে নির্ভীক ও অকুতোভয় এ সৈনিকরাই নিজের জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পড়েন। এ কাজ করতে গিয়ে প্রায় সময় তারা আহত হন। তবুও মানুষের সেবায় পিছু পা হন না ফায়ার ফাইটারা। শুধু আগুন নেভানোই নয় সাথে জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছেন তারা। 

'দুর্যোগ প্রস্তুতিতে লড়বো - স্মার্ট সোনার বাংলাদেশ গড়ব' স্লোগান সামনে রেখে বুধবার (৬ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস - ২০২৪ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর । ঢাকার সদরঘাটে কোতোয়ালি থানা সংলগ্ন বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটের সম্মুখে এই মহড়ার প্রস্তুতি নেয়া হয়েছে। 

ফায়ার সার্ভিসের কুইক ড্রেস আপ , সিলিন্ডার থেকে গ্যাস লিকে বিপদ এড়ানোর পদ্ধতি, আপদকালীন সময় অগ্নি নির্বাপক এর ব্যবহার, উদ্ধার কার্যক্রম, ক্ষতিগ্রস্তদের প্রাথমিক চিকিৎসা এবং সার্বিক ভাবে সচেতনতা বৃদ্ধির ব্যাপারে নানা দিক নির্দেশনা দেয়া হবে মহড়ায়।

সা/ই