ঢাকার যেসব এলাকায় বেশি ডেঙ্গু রোগী 

প্রকাশ : 2021-08-08 10:54:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঢাকার যেসব এলাকায় বেশি ডেঙ্গু রোগী 

রাজধানীতে ডেঙ্গু রোগী বেশি, রামপুরা, মিরপুর ও মোহাম্মদপুরে। ডেঙ্গু জ্বরে শিশু মৃত্যুর দায় নিজের কাঁধে নিলেন, উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। আর তাই এডিস মশা নিধনে পুরষ্কারের ঘোষণা দিলেন মেয়র।
 
করোনার থাবার মধ্যেই চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। এডিস মশার কামড়ে কি শিশু, কি বৃদ্ধ ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই দুই শতাধিক।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারশেনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত প্রায় ৪ হাজার। এর মধ্যে হাসপাতালে ভর্তি ১ হাজার ১শজন। আর শুধু আগষ্ট মাসেই প্রথম প্রথম সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি প্রায় ১ হাজার ২৫০জন। 

এডিস মশা মারতে এবার কামানের পাশাপাশি অভিনব অফার নিয়ে এসেছে উত্তরের মেয়র আতিকুল ইসলাম। পরিত্যক্ত ডাবের খোশা ফেরত দিলে ৫ টাকা। অব্যবহৃত ও সেখানে সেখানে ফেলে রাখা টায়ার ও কমোড ফেরত দিলে দেয়া হবে ৫০ টাকা। এমনকি আক্রান্ত রোগীর স্বজন যোগাযোগ করলে বাড়িতে গিয়ে মশার উৎপত্তি স্থলে স্প্রে করে দেয়ার ঘোষণা দেন উত্তরের মেয়র । 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমানে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা ও এডিস মশা নিধন সবার আগে দরকার সচেতনতা।