ড. ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিনের সময় বাড়ল
প্রকাশ : 2024-05-23 12:19:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের সাজার বিরুদ্ধে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ আসামির জামিনের সময় বাড়িয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার সকালে শুনানি শেষে ৪ জুলাই পর্যন্ত সময় বাড়ান শ্রম আপিল ট্রাইব্যুনাল।
এদিন বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন ড. ইউনূসসহ অন্যরা। পরে তাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য চার আসামির পক্ষে আবেদন করবেন।
আদালতে ড. ইউনূস বলেন, ‘আমি তো জানি না, আমার ওপর এত রাগের কারণ কী। আমি তো কারও কোনো ক্ষতি করি নাই।’
এরআগে, শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ছয় মাসের সাজা হয় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালকসহ চার আসামির। পাশাপাশি ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়।
এদিকে, শ্রমিকদের অর্থআত্মসাতের অভিযোগে দুদকের আরেক মামলায় বিচার চলছে ড. ইউনূসসহ ১৪ আসামির। এছাড়া গ্রামীণ কল্যাণের ৬৬০ কোটি টাকার ট্যাক্স ফাঁকির মামলায় শুনানি চলছে হাইকোর্টে।
কা/আ