ড. অ্যান্থনি ফাউচি করোনায় আক্রান্ত
প্রকাশ : 2022-06-16 15:40:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কোভিড-১৯ মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে দৃশ্যমান প্রতীক হয়ে ওঠা ড. অ্যান্থনি ফাউচি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির শীর্ষ এই বিজ্ঞানী বাড়ি থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন এবং মৃদু উপসর্গ কাটিয়ে উঠছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ)। বুধবার এই তথ্য জানানো হয়।
৮১ বছরের ড. ফাউচি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা হিসেবে কাজ করছেন। র্যাপিড এন্টিজেন টেস্টে তিনি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এনআইএইচ জানিয়েছে, ড. ফাউচি টিকা নিয়েছেন এবং দ্বিতীয় বুস্টার ডোজও গ্রহণ করেছেন। তবে সম্প্রতি তিনি প্রেসিডেন্ট বাইডেনের সংস্পর্শে আসেননি।
মহামারির প্রথম দিনগুলোতে ভাইরাস নিয়ন্ত্রণে কাজ করে সবচেয়ে স্বীকৃত জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন ড. ফাউচি। মাস্ক পরা এবং টিকা দেওয়ার মতো জননিরাপত্তা ব্যবস্থার বিরোধিতাকারী রক্ষণশীলেরা বার বার তার নিন্দা করেছে। গত বছর ওমিক্রন ভেরিয়েন্টের উত্থানের পর থেকে যুগান্তকারী সংক্রমণের পর থেকেক্রমবর্ধমান সংখ্যক আমেরিকান তার অবস্থানের পক্ষে একমত হয়েছেন। বিএ.৪ এবং বিএ.৫ সাব ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে এখন বাড়ছে।
মহামারির শুরু থেকে ফাউচি ব্যাপক পরিচিতি পেলেও তিনি ১৯৮৪ সাল থেকে প্রতিটি মহামারি মোকাবিলায় মার্কিন প্রতিক্রিয়ায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং এনআইএইচ-এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি এবং সংক্রামক রোগের সবচেয়ে দীর্ঘস্থায়ী পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
এইচআইভি-এইডস-এর বিস্তার রোধ করার প্রাথমিক প্রচেষ্টার সময় ড. ফাউচি তার কাজের জন্য প্রশংসিত হয়েছিলেন। মহামারির প্রথম দিকে ট্রাম্প প্রশাসনের আরও বিশৃঙ্খল প্রতিক্রিয়ার মধ্যে জনসম্মুখে ফাউচির উপস্থিতি আশ্বাসের উৎস হিসাবে দেখা হয়েছে।
মানুষ ড. ফাউচিকে নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে দেখেছে। তবে তিনি প্রায়শই প্রকাশ্যে নেওয়া পদ্ধতির সমালোচনা করেছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মধ্যেকার সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় বারবার মৌখিকভাবে বিজ্ঞান উপদেষ্টাকে আক্রমণ করেছেন, এক পর্যায়ে ইঙ্গিত দিয়েছিলেন, পুনরায় নির্বাচিত হলে তিনি ফাউচিকে বরখাস্ত করবেন।