ডেঙ্গুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : 2022-10-31 10:12:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ডেঙ্গু আক্রান্ত হয়ে শেখ ফজলুল হক রোমান নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোমান জবি ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছিলেন। তিনি নড়াইলের নড়াগাতী থানার টোনা গ্রামের ওলিয়ার শেখের ছেলে।
রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নড়াইল সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (২৯ অক্টোবর) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রোমান। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রোববার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়।
এদিকে, রোমানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন শেখ ফজলুল হক রোমান।