ডেঙ্গুতে একদিনে আরও ১১ মৃত্যু
প্রকাশ : 2023-08-27 20:06:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৪৮ জন মারা গেলেন। রবিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৩২৭ জন। আক্রান্তদের মধ্যে ৯২০ জন ঢাকার। এক হাজার ৪০৭ জন অন্যান্য বিভাগের।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে আট হাজার ২৯৯ জন রোগী ভর্তি আছের। এর মধ্যে ঢাকাতেই তিন হাজার ৯৪৫ জন। বাকি চার হাজার ৩৫৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক লাখ ১৪ হাজার ৫১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ছাড়া পেয়েছেন এক লাখ ৫ হাজার ৬৬৪ জন।