ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, নতুন রোগী ২৪৭৫
প্রকাশ : 2023-10-16 19:09:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুই হাজার ৪৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ৪৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৩৯ জন ও ঢাকার বাইরে এক হাজার ৯৩৬ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ৪৮৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৫৩ জন ও ঢাকার বাইরে এক হাজার ৯৩৫ জন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন ঢাকায় ও সাতজন ঢাকার বাইরে।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭৩৫ জন ও ঢাকার বাইরে ৪৪৬ জন।
চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪২ হাজার ৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৯২ হাজার ৫৪৪ জন ও ঢাকার বাইরে এক লাখ ৪৯ হাজার ৫৪৫ জন।
চলতি বছরের এ পর্যন্ত দুই লাখ ৩২ হাজার ৭৫৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৯ হাজার ৪১৮ জন ও ঢাকার বাইরে এক লাখ ৪৩ হাজার ৩৪১ জন।
বর্তমানে সারাদেশে আট হাজার ১৪৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৩৯১ জন ও ঢাকার বাইরে পাঁচ হাজার ৭৫৮ জন।
এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৬ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার তিন শতাংশ। মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।
ই