ডিসিদের আরও বেশি জনবান্ধব হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর
প্রকাশ : 2024-03-04 15:18:01১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ডিসিদের আরও বেশি জনবান্ধব হওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার।
সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন ‘অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত কার্য- অধিবেশন’ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের সিদ্ধান্ত মাঠ প্রশাসন বাস্তবায়ন করে। উন্নয়ন কাজে তাদের আরও মনোযোগী হওয়ার, আরও বেশি জনবান্ধব হওয়ার আহ্বান জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যদি কোনও প্রয়োজন থাকে এবং তা যদি জনকল্যাণকর হয় তাহলে ডিসিরা প্রকল্পের প্রস্তাব দিতে পারবেন। সে বিষয়ে আলোচনা হয়েছে।’
উল্লেখ্য, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে রবিবার (০৩ মার্চ) শুরু হয়েছে জেলা প্রশাসক সম্মেলন। এ দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্বোধনের পর এর কার্য-অধিবেশনগুলো চলছে ওসমানী স্মৃতি মিলনায়তনে।
সান