ডিগ্রি প্রথম বর্ষে পাসের হার ৮৭ দশমিক ৯ শতাংশ

প্রকাশ : 2022-05-17 11:31:53১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ডিগ্রি প্রথম বর্ষে পাসের হার ৮৭ দশমিক ৯ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৮৭ দশমিক ৯ শতাংশ।

বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, পরীক্ষায় এক লাখ ৭১ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৪৯ হাজার ৬০৭ জন।

গতকাল সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানান বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ) মো. আতাউর রহমান। রাত ৮টা থেকে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও আপত্তি বা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। এরপর আর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।