ডিএমপির ৭ থানায় নতুন ওসি

প্রকাশ : 2022-12-27 10:12:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ডিএমপির ৭ থানায় নতুন ওসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাত থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে।থানাগুলো হলো- উত্তরা পশ্চিম, মিরপুর মডেল, ওয়ারী, ভাষানটেক, ভাটারা, বিমানবন্দর ও নিউমার্কেট।এছাড়া আরও চার পরিদর্শককে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার রাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সাত থানার নতুন ওসিদের তালিকা

বদলি কর্মকর্তাদের মধ্যে- উত্তরা-পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীনকে মিরপুর মডেল থানায়, মিরপুর মডেল থানার মো. মোস্তাজিরুর রহমানকে ওয়ারী থানায়, ওয়ারীর ওসি মো. কবির হোসেন হাওলাদারকে মতিঝিল গোয়েন্দা বিভাগে, ভাষানটেক থানার আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামানকে ভাটারা থানায়, ভাটারা থানার মোহা. সাজেদুর রহমানকে ডিএমপির লজিস্টিকস্ বিভাগে, লজিস্টিকস্ বিভাগের ইন্সপেক্টর জানে আলম মুনশীকে ভাষানটেক থানার ওসি, ডিএমপির লাইনওআর বিভাগের ইন্সপেক্টর মুহাম্মদ মাসুদ আলমকে উত্তরা-পশ্চিম থানার ওসি, দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিঞাকে বিমানবন্দর থানার ওসি, বিমানবন্দর থানার ওসি মো. মনিরুল ইসলামকে ডিএমপির ডিবি সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে, ডিএমপির অপারেশন বিভাগের ইন্সপেক্টর মো. শফিকুল গণি সাধুকে নিউমার্কেট থানার ওসি এবং একই থানার ওসি মো. আব্দুল লতিফকে ডিএমপির অপারেশন বিভাগের ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।