ডাসারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হৃদয় নিহত
প্রকাশ : 2025-12-13 16:19:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের ডাসার উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. হৃদয় সরদার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন।শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ভূরঘাটা-শশীকর সড়কের পূর্ব পূয়ালী গ্রামের হালিম বেপারীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে।নিহত হৃদয় সরদার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হৃদয় সরদার ও একই গ্রামের মুরাদ সরদার মোটরসাইকেলযোগে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে ভূরঘাটার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে পূর্ব পূয়ালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে হৃদয়, মুরাদসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর হৃদয়ের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডাসার থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন যুবক নিহত হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।