ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রী নিহত

প্রকাশ : 2023-09-10 18:51:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রী নিহত

আদমদীঘির নসরতপুরে ট্রেনে কাটা পড়ে অর্পিতা রানী সাহা (১৯) নামের এক কলেজ নিহত হয়েছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় আদমদীঘির নসরতপুর রেলওয়ে স্টেশনের পূর্বপাশে সান্তাহারগামী পদ্মরাগ ট্রেনে এ ঘটনা ঘটে। ওই কলেজ ছাত্রী নসরতপুর বাজারের অরুন সাহার মেয়ে ও নসরতপুর ডিগ্রী কলেজের ছাত্রী। 

স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার নসরতপুর বাজারের অরুন সাহার মেয়ে অর্পিতা রানী সাহা পিতা মাতার সাথে  অভিমান করে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর রাত সাড়ে ৯টায় নসরতপুর রেলওয়ে স্টেশনের পূর্বপাশে সান্তাহারগামী পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে সে নিহত হয়। অর্পিতা রানী সাহার জ্যাঠা প্রকাশ চন্দ্র সাহা জানায়, রাতে তার ভাতিজি অর্পিতা রানী নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টায় জানতে পারেন অর্পিতা রানী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। সেখান থেকে রাতে মরদেহ উদ্ধার করে পরদিন গতকাল রোববার শ^শানে দাহ করা হয়। আদমদীঘি রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল্লাহ জানান, নসরতপুর স্টেশনের অদুরে ট্রেনে কাটা পড়ে নিহত বিষয় জানার পর উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি দেখছেন বলে জানান।