ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

প্রকাশ : 2025-01-19 10:46:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে রাজ মিয়া (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মিজানুর রহমান আজহারীর মাহফিল থেকে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মৃত রাজ ওই উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত এলাকার মহুবার রহমানের ছেলে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

ওসি জানান, কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরানীয়া এলাকায় লালমনিরহাট-বুড়িমারীগামী একটি ট্রেনের ছাদ থেকে পড়ে রাজ মিয়ার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ মিয়া লালমনিরহাটে মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল শেষ করে বুড়িমারীগামী ট্রেনের ছাদে ওঠে। ট্রেনটি কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকায় পৌঁছালে ছাদ থেকে পড়ে ঘটনাস্থলাই তার মৃত্যু হয়।

কা/আ